ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২২ জানুয়ারি ২০১৭ , ০৯:৫৪ এএম


loading/img

ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ানাগারাম জেলায় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন অন্তত ৩২ জন। আহত শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পূর্ব উপকূল রেলওয়ে প্রধান জেপি মিশরা জানান, শনিবার রাত ১১টার দিকে জেলার কুনেরু স্টেশনের কাছে হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ছাড়াও ৭টি বগি লাইনচ্যুত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। কী কারণে লাইনচ্যুত হয়েছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে ট্রেন লাইনচ্যুত হবার ঘটনায় রায়াগারা ও বিজয়ানাগারাম রুটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দুর্ঘটনা পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। এর আগে গেলো নভেম্বরে উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হন ১শ’ ৪০ জন।

এফএস/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |